Main Menu

নিউজার্সিতে সড়কে দুর্ঘটনার প্রধান কারণ মদ্যপান

নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ২০২০ সালে যত সড়ক দুর্ঘটনা ঘটেছে সেগুলোর অন্যতম কারণ হলো মদ্যপান, দ্রুতগতি ও উন্মত্ততা। রাজ্যে ট্রাফিক দুর্ঘটনা অনেকটাই বেড়ে গিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তারা জানিয়েছেন, ২০২১ সালে ২০০৭ সালের পর সবচেয়ে মারাত্মক বছর হতে চলেছে।

নভেম্বরে প্রকাশিত ২০২০ প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে ট্র্যাফিকের পরিমাণ কমে যাওয়া, ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও সড়কে মারাত্মক দুর্ঘটনা ২০১৯ সাল থেকে বেড়েছে।

গত বছর রাজ্যটিতে ৫৮৭ জন সড়কে দুর্ঘটনায় মারা গিয়েছে। এর মধ্যে ৫৫০টি ছিল ক্রাশের ঘটনা। ২০১৯ সালে ৫২১টি দুর্ঘটনায় ৫৫৫ জন নিহত হন।

রাজ্যের পুলিশ সুপার কর্নেল প্যাট্রিক ক্যালাহান বলেন, দেশজুড়ে বারো বছরে সড়কে দুর্ঘটনা সবচেয়ে বেড়েছে। যুক্তরাষ্ট্রে গত বছর ৩৮ হাজার ৬৮০ মৃত্যু হয়েছে।

রাজ্যে দুর্ঘটনার মধ্যে ছিল ১৬৩টির কারণ ছিল বিক্ষিপ্ত ড্রাইভিং, ১৬২টি দুর্ঘটনা ছিল অ্যালকোহল-মাদকের কারণে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *