ঢাবি ছাত্রীর মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন

নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীর নাম ইলমা চৌধুরী (মেঘলা)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ছাত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীর নাম ইলমা চৌধুরী (মেঘলা)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ছাত্রী।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, মঙ্গলবার বিকেল চারটার দিকে ইলমা চৌধুরীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। ঘণ্টাখানেকের মধ্যেই জানা যায় তিনি মারা গেছেন। সুরতহালে তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন।
ইলমার স্বামীর নাম ইফতেখার আবেদীন। তিনি কানাডাপ্রবাসী ব্যবসায়ী। গত রোববার তিনি ঢাকায় ফিরেছেন। বনানী ২ নম্বর সড়কের ৪৪ নম্বর বাসাটি তাঁদের।
ওসি নূরে আযম মিয়া বলেন, ইফতেখার আবেদীনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ইলমার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
Related News

মোহাম্মদপুরে আবারও কিশোর গ্যাংয়ের চাপাতির তাণ্ডব, একই পরিবারের ৬ জন আহত
রাজধানীর মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও এলোপাতাড়ি চাপাতির কোপে অন্তত ৬ জনRead More

ছাত্রদল নেতা শাহরিয়ার হত্যার আগে কী ঘটেছিল সোহরাওয়ার্দী উদ্যানে?
ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন বিশ্ববিদ্যালয়টির একজন শিক্ষার্থী।Read More