Main Menu

বরের সামনে কনের সিঁথিতে সিঁদুর দিল প্রেমিক!

আন্তর্জাতিক ডেস্ক:

বিয়ের আসরে মঞ্চে বর-কনে। আচার-অনুষ্ঠান শেষে মালাবদলের পালা। এমন সময় হঠাৎ মঞ্চে উঠে এলেন কাপড়ে সম্পূর্ণ মুখ ঢাকা এক তরুণ। এরপর দিলেন কনের সিঁথিতে সিঁদুর।

ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরের এক বিয়ের অনুষ্ঠানে ঘটেছে এমন ঘটনা। এই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওই তরুণ কনের প্রাক্তন প্রেমিক। তাকে বিয়ে না করায় বিয়ের আসরে এই কাণ্ড ঘটান।

ভিডিওতে দেখা যায়, মঞ্চে উঠে প্রথমে কনের মাথায় হাত দেন ওই তরুণ। ঘটনার আকস্মিকতায় কেউ বিষয়টা প্রথমে বুঝে উঠতে পারেননি। তারপর দেখা যায়, আরও কিছুটা সিঁদুর বের করছেন পকেট থেকে। এরপরেই কনে বাধা দেন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন বাড়ির লোকেরাও। ঠেলে সরিয়ে দেওয়া হয় তাকে। এরপর মারমুখী হয়ে ওঠে কনের বাড়ির সদস্যরা।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *