Main Menu

ফরিদপুরে ডেইরি ফার্মে আওয়ামীলীগের হামলা -ভাংচুর

মিডিয়া ডেস্কঃ  আজ ২০ নভেম্বর ২০২১ তারিখে আওয়ামীলীগ কর্তিক ডেইরি র্ফামে হামলার ঘটনা ঘটেছে।
জানা যায়, চৌশারা গ্রামের নগরকান্দা উপজলোর ফরিদপুর জেলায় অবস্থিত ‘আব্দুর রাজ্জাক ডেইরি ফার্মে’ এলাকার ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা কালাম কাজীর পালিত গুন্ডা লিয়াকত, মাহতাব ও জাকিরের নেতৃত্বে  গুন্ডারা হামলা চালায়।
এসময় তারা খামার ভাঙচুর করে এবং আব্দুর রাজ্জাক ডেইরি ফার্মের স্বত্বাধকিারী ফরদিপুর জেলার চৌশারা গ্রামের বাসিন্দা পলাশকে তার ফার্মের অফিসে দীর্ঘক্ষণ আটকে রাখে।

এব্যাপারে ফার্মের মালিক ‘পলাশ’ আমাদের প্রতিবেদককে জানান, আমি দীর্ঘদিন সিংগাপুরে ছিলাম, কিছুদিন আগে দেশে এসে আমি ফার্মের ব্যবসা শুরু করি কিন্তু ব্যবসা শুরু করার পর থেকে আওয়ামীলীগের গুন্ডারা আমার ফার্মে চাঁদাবাজি করে আসছে। তাদের চাহিদানিবারণ ঠিকমত করতে না পারায় তারা আমার ফার্মে হামলা করেছে।

হামলার ঘটনা সম্ভন্ধে বিস্তারিত জানতে চাইলে ‘পলাশ’ রিপোর্টারকে কাঁদতস্বরে বলেন- ‘আমি মুখ খুলে কিছু বলতে পারব না। গুন্ডারা আমাকে প্রাণে মেরে ফেলবে’।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক ব্যবসায়ী মিডিয়াকে বলেন, ইউপি চেয়ারম্যান কালাম কাজী তার পালিত গুন্ডাবাহিনী দিয়ে এলাকার চাঁদাবাজি করায়। তার বিরুদ্ধে কেউ উচ্চস্বরে কথা বললে তারা তার উপর পাশবকি নির্যাতন চালায়।

 

এই ঘটনার ব্যাপারে আমাদের প্রতিবেদক চেয়ারম্যানের মোবাইলে কল দিলে তিনি কল রিসিভ করেন নি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *