Saturday, November 20th, 2021
ফরিদপুরে ডেইরি ফার্মে আওয়ামীলীগের হামলা -ভাংচুর
মিডিয়া ডেস্কঃ আজ ২০ নভেম্বর ২০২১ তারিখে আওয়ামীলীগ কর্তিক ডেইরি র্ফামে হামলার ঘটনা ঘটেছে। জানা যায়, চৌশারা গ্রামের নগরকান্দা উপজলোর ফরিদপুর জেলায় অবস্থিত ‘আব্দুর রাজ্জাক ডেইরি ফার্মে’ এলাকার ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা কালাম কাজীর পালিত গুন্ডা লিয়াকত, মাহতাব ও জাকিরের নেতৃত্বে গুন্ডারা হামলা চালায়। এসময় তারা খামার ভাঙচুর করে এবং আব্দুর রাজ্জাক ডেইরি ফার্মের স্বত্বাধকিারী ফরদিপুর জেলার চৌশারা গ্রামের বাসিন্দা পলাশকে তার ফার্মের অফিসে দীর্ঘক্ষণ আটকে রাখে। এব্যাপারে ফার্মের মালিক ‘পলাশ’ আমাদের প্রতিবেদককে জানান, আমি দীর্ঘদিন সিংগাপুরে ছিলাম, কিছুদিন আগে দেশে এসে আমি ফার্মের ব্যবসা শুরু করি কিন্তু ব্যবসা শুরুRead More