কোটি টাকার সম্পত্তি রিকশাচালককে দিলেন বৃদ্ধা!
আন্তর্জাতিক ডেস্ক :
পরিচিত এক রিকশাচালককে অন্তত কোটি টাকার সম্পত্তি দান করেছেন মিনতি পট্টনায়েক নামের এক বৃদ্ধা।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ভারতের পূর্ব উপকূলীয় রাজ্য ওড়িশার কটকের বাসিন্দা মিনতি পট্টনায়েক।
স্বামী ও মেয়েকে নিয়েই ছিল ৬৩ বছরের এই বৃদ্ধার সংসার। বরাবরই তাদের টুকটাক কাজ করে দিতেন বুদ্ধ শ্যামল নামের এক রিকশাচালক। রিকশায় পৌঁছে দিতেন গন্তব্যে।
২০২০ সালে মৃত্যু হয় মিনতির স্বামীর। পরের বছর মারা যান তার মেয়ে। স্বাভাবিকভাবেই একা হয়ে যান ওই বৃদ্ধা। অনেক আত্মীয়স্বজন থাকলেও মিনতির একাকীত্ব ঘোঁচাতে পাশে এসে দাঁড়াননি কেউই। কিন্তু রিকশাচালক বুদ্ধ ও তার পরিবার সব সময়ই মিনতির পাশে ছিলেন।
তাই নিজের বাড়ি, গয়নাসহ মোট কোটি টাকার সম্পত্তি ওই রিকশাচালককে দান করার সিদ্ধান্ত নিয়েছের মিনতি।
মিনতি পট্টনায়েক বলেন, স্বামী-সন্তানের মৃত্যুর পর সম্পত্তির কোনো মূল্য নেই। দুঃসময়ে বুদ্ধ ও তার পরিবার ছাড়া কেউ আমার পাশে দাঁড়ায়নি। তারা আমার জন্য প্রাণপাত করে চলেছে। এ কারণেই আমার সমস্ত সম্পত্তি বুদ্ধকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে আমার মৃত্যুর পর কেউ তাদের সমস্যায় না ফেলতে পারে।
এমন উপহারের কথা কল্পনাও করেননি রিকশাচালক বুদ্ধ। তিনি বলেন, ২৫ বছর ধরে পট্টনায়েক পরিবারের সঙ্গে রয়েছি। এই পরিবারের সদস্য ছাড়া আর কেউ আমার রিকশায় ওঠেননি। তবে কোনো দিনও এমন কিছু আশা করিনি।
বুদ্ধ আরও বলেন, তিনি এত বছর মিনতির পাশে ছিলেন, আগামীতেও থাকবেন।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More