রায়সন্তোষপুর গ্রামে চাঞ্চল্যকর হত্যা মামলায় শিল্পপতির ছেলে আব্দুল বাছির পলাতক
২৯ এপ্রিল ২০২১, নিউজ ডেস্ক:
রায়সন্তোষপুর গ্রামের আওয়ামীলীগের প্রভাবশালী সমর্থক করিম উদ্দিন ব্যক্তিগত বিরোধের জেরে বিএনপি পন্থী আমীন মিয়ার বাড়িতে পরিকল্পিতভাবে রাত ৩ টায় আগুন লাগিয়ে দেয়। আমাদের পত্রিকার প্রতিনিধি মুশতাক রায়সন্তোষপুর গ্রামে খবর সংগ্রহ করতে পৌঁছালে বেশ কিছু অপ্রতিকর ঘটনা এবং সাজানো মামলার মুখোশ উন্মোচিত হয়ে যায়। ঘটনাস্থলেই আমীন মিয়া এবং তার মা আগুনে পুড়ে মারা যান। পুলিশ তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছালে করিম উদ্দিন ছাতক পৌরসভার মেয়র কালাম চৌধুরীর সহায়তায় পুলিশকে রায়সন্তোষপুর গ্রামের সনামধন্য ব্যবসায়ীর ছেলে আব্দুল বাছির ও তাঁর গোষ্টির বিরুদ্ধে বাদী হয়ে মামলা করতে প্ররোচিত করে।এরই ফলশ্রুতিতে পুলিশ সম্পূর্ণ বানোয়াট ও হয়রানি মূলক মামলায় আব্দুল বাছিরকে ২ নাম্বার আসামি করে মুহাম্মদ জালাল উদ্দিনের গোষ্ঠীর সর্বোমোট ১০ জনকে ফাঁসিয়ে দেওয়া হয়।এই ঘটনায় সম্পূর্ণ নিরপরাধ ৫ জনকে রাতের আধারে পুলিশ ঘর থেকে ধরে নিয়ে সুনামগঞ্জ থানায় চালান করে দেয়।এই মামলায় আব্দুল বাছির এবং বাকী ৪ জন এখনও পলাতক আছেন।পরিচয় গোপন রাখার স্বার্থে আমাদের প্রতিনিধি গ্রামের সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পারে যে,এই মামলা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট।করিম উদ্দিন রায়সন্তোষপুর গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী মুহাম্মদ জালাল উদ্দিনের ব্যক্তিগত ২০ কোটি টাকার প্রকল্প আত্নসাৎ করতেই এরকম মামলায় তাদেরকে ফাঁসীয়েছে।এহেন তথ্য প্রমাণহীন মামলায় একরকম একজন সম্মানিত ব্যাক্তিকে সামাজিক এবং রাজনৈতিকভাবে হয়রানি করা কোনোভাবেই কাম্য নয় বলেছেন সমাজের সর্বস্তরের জনগণ।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More