দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের দেয়া আগুনে বাংলাদেশির দোকান পুড়ে ছাই

মিডিয়া ডেস্কঃ ১৭ মার্চ ২০১৮।
সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশের চট্টগ্রাম জেলার বন্দর নগরীর বাসিন্দা মেহেদী হাসান চৌধুরীর দোকান লুট করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে আফ্রিকান সন্ত্রাসীরা। গতকাল ১৬ মার্চ ২০১৮ তারিখে সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মেহেদী হাসান চৌধুরী দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার ঘাউটিন এলাকায় নিজস্ব একটি মুদি দোকানের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এর আগেও কয়েকবার তাঁর দোকানে এসে সন্ত্রাসীরা লোট করেছে বলে জানা গেছে। তিনি নিয়মিত সন্ত্রাসীদের চাঁদা দিয়ে আসছিলেন।
এদিকে ১৬মার্চ ২০১৮ তারিখে দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীরা তাঁর দোকানে এসে লুট করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। মেহেদী হাসান জানান, প্রায় বাংলাদেশী টাকায় প্রায় ১৮লক্ষ টাকার ক্ষতি হয়েছে তাঁর।
প্রবাসীদের জন্য যেন মৃত্যুফাঁদ দক্ষিণ আফ্রিকা। দেশটিতে গত ৫ বছরে হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রায় ৪শত বাংলাদেশি। সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আহত হয়েছেন ৫ শতাধিক। প্রায় প্রতিদিনই হামলা ও লুটপাটের শিকার হচ্ছেন তারা।
প্রবাসীদের অভিযোগ, আফ্রিকান সন্ত্রাসীদের হামলায় যোগসাজশ আছে কিছু বাংলাদেশির। যা নিয়ে কার্যকর পদক্ষেপ নেই দূতাবাসের।
দক্ষিণ আফ্রিকার এক বাংলাদেশী ব্যবসায়ী বলেন, চীনের একজন লোক খুন হয়েছিল দক্ষীণ আফ্রিকায়। এরপরে ওদের দেশ থেকে প্রায় এক বিমান মন্ত্রী-মিনিস্টার এসে দক্ষিণ আফ্রিকার সরকারের সঙ্গে বৈঠক করে। দক্ষিণ আফ্রিকার সরকার এ ঘটনায় ক্ষমা চায়।
এদিকে রাস্তার কুকুর মারা গেলে যেমন কেউ দাম দেয় না, আমাদের বাংলাদেশিদের অবস্থাও তেমন। আমরা মরে গেলে সরকারের কোন কিছু যায় আসে না। আর দূতাবাসের কথা আর কি বলবো, গত ১১ বছরে আমি মাত্র ৩বার দূতাবাসে গিয়েছি তাও পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে। এছাড়া দূতাবাসের কোনো ভূমিকা নেই।
অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির মনে করেন, দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে দরকার বাংলাদেশ সরকারের স্বদিচ্ছা ও কার্যকর পদক্ষেপ।
তথ্য বলছে, দক্ষিণ আফ্রিকায় ৮ লাখ বাংলাদেশির মধ্যে বেশিরভাগই ব্যবসায়ী। যার মধ্যে প্রতি বছর হত্যাকাণ্ডের শিকার হন অন্তত ৭০ জন।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More