কলারোয়ায় মাদক বিরোধী কর্মীর উপর হামলা

স্টাফ রিপোর্টার: আজ ১৬ ডিসেম্বর ২০১৭ তারিখে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মদনপুর গ্রামের “মাদক মুক্ত সোসাইটির কর্মীর উপরে হামলার ঘটনা ঘটেছে।
জানা যায়, মাদক মুক্ত সোসাইটির উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে একটি পথসভার আয়োজন করা হয়।
মোঃতানভীর কবিরের সভাপতিত্বে ও মিসবার পরিচালনায় অনুষ্ঠিত সভার সূচনামূলক বক্তব্য রাখেন মোঃ আশরাফুল আলম।
আশরাফুল আলম তার বক্তব্যে মাদক সেবকদের বিরুদ্ধ্যে সবাইকে জাগ্রত হওয়ার আহবান করেন। তিনি তার বক্তব্যে আওয়ামীলীগ সরকার এবং প্রশাসনের সমালোচনা করে বলেন, যুবকদের মাদকাসক্তির প্রবনতা, সমাজের অধোঃপতনের জন্য বর্তমান সরকার আওয়ামীলীগ এবং প্রশাসন দায়ী।
তার এমন সাহসীমূলক বক্তব্যের মধ্যখানে হটাৎ করে আওয়ামীলীগ কর্মী মনির, সোহেল ও আরও কয়েক জন মিলে মাদকবিরোধী কর্মী মোঃ আশরাফুল আলমকে হকিষ্টিক দিয়ে আঘাত করে। আঘাত পেয়ে সাথে সাথেই তিনি মঞ্চে লুটিয়ে পড়েন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আশরাফুল আলম হাসপাতালে চিকিৎসাদিন আছেন বলে জানা যায়।
Related News

জৈন্তাপুরে আওয়ামীলীগ নেতা আবদুল হান্নানের হুংকারঃ নেত্রী আসবেন; আপনারা আমাদের কথামত চলেন।
মিডিয়া ডেস্কঃ স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার আওয়ামীলীগ নেতা আবদুল হান্নান আওয়ামীলীগেরRead More

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট আয়োজিত পিস পোস্টার কনটেস্ট
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট আয়োজিত পিস পোস্টার কনটেস্ট আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালRead More